রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সম্প্রতি এক মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের মুখে হাসি ফোটানোর জন্য বিরাট ঘোষণা করা হলো। সূত্রের খবর, এবার রাজ্যের কিছু কিছু কর্মীদের একধাক্কায় 25 হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো (Salary Hike) হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। কিন্তু কাদের বেতন বাড়লো? কবে থেকে কার্যকর হবে নয়া বেতন? সবটা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোন পদে বেতন কত বাড়লো?
সম্প্রতি হিমাচল প্রদেশের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের এবার মাসিক বেতন 17,820 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। পাশাপাশি, রেডিওগ্রাফার ও এক্স-রে টেকনিশিয়ানদের মাসিক বেতন 13,100 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে।
সবথেকে বড় ব্যাপার, মানবিকতার নজির হিসেবে গরুর খাদ্যের ভর্তুকি এবার একধাক্কায় 700 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। হ্যাঁ, প্রতি মাসে এবার 1200 টাকা করে ভর্তুকি মিলবে। রাজ্যের বিভিন্ন গোশালায় থাকা গরুদের পুষ্টি এবং যত্ন নেওয়ার জন্য এটি বিরাট পদক্ষেপ বলেই মনে করছে বেশ কিছু বিশ্লেষক।
অবসরের বয়স বাড়ানো নিয়ে থাকছে দুশ্চিন্তা
তবে মন্ত্রিসভার এই বৈঠকে সবথেকে আলোচিত বিষয় ছিল সরকারি কর্মীদের অবসরের বয়স। বর্তমানে তা 58 বছরে স্থির রয়েছে। এবার সেই বয়স 59 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এখনও সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উল্লেখ্য, অবসরপ্রাপ্তরা 15% থেকে 40% পেনশন আগাম তুলে নিতে পারবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই ঘোষণা এসেছে হিমাচল প্রদেশ রাজ্য সরকারের তরফ থেকে। তবে হিমাচলের পাশাপাশি উত্তর প্রদেশের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের (KGBV) শিক্ষকদের জন্যও বিরাট সুখবর আসলো। জানা যাচ্ছে, পূর্ণ সময়ের শিক্ষকদের বেতন এবার 24,200 টাকা থেকে বাড়িয়ে 25,410 টাকা করা হয়েছে।
পাশাপাশি আংশিক সময়ের শিক্ষকদের বেতন 18,181 টাকা থেকে বাড়িয়ে 12,790 টাকা করা হয়েছে এবং ওয়ার্ডেনদের বেতন 30,250 টাকা থেকে বাড়িয়ে 31, 763 টাকা করা হয়েছে। আর রাজ্যের এই সিদ্ধান্তে প্রায় 12 হাজারের বেশি সরকারি কর্মচারীদের উপকৃত হবেন বলেই সূত্র মারফত খবর।