আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

সোনার দাম নিয়ে দুঃসংবাদ, চাপ ফেলছে রুপোও! জেনে নিন আজকের রেট

Published on: May 23, 2025
---Advertisement---

দরপতনের মাঝে ফের চড়লো সোনার দাম (Gold Price)। একধাক্কায় 2100 টাকা ঊর্ধ্বগতি আজ হলুদ ধাতুর বাজার। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। ওদিকে আজ রুপোর দরও আগুন ঝরাচ্ছে। আজ প্রায় 2500 টাকা ঊর্ধ্বগতিতে ঠেকেছে সাদা ধাতুর বাজার দর। কোন শহরে আজ কতই বিকোচ্ছে সোনা-রুপো? কেনই বা হঠাৎ ঊর্ধ্বগতি বাজার দর? সবটা জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

22 ক্যারেট হলমার্ক সোনার দাম  | Gold Price Today |

  • আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 91,400 টাকায়, যা গতকালের তুলনায় 2000 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,750 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,900 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 89,880 টাকা।

24 ক্যারেট পাকা সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 96,150 টাকা, যা গতকালের তুলনায় 2100 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গাকুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,910 টাকায়।
  • আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 98,060 টাকায়। 
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,960 টাকায়।

18 ক্যারেট সোনার দাম

  • আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,440 টাকায়, যা গতকালের তুলনায় 370 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,950 টাকায়। 
  • আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,440 টাকায়। 
  • আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,560 টাকায়।
  • আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 73,480 টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

  • আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 98,050 টাকায়, যা গতকালের তুলনায় 2450 টাকা ঊর্ধ্বগতি।
  • আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,12,000 টাকায়। 
  • আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,01,000 টাকায়।

এখনই কি বিনিয়োগ করবেন?

টানা দরপতনের মাঝে ফের এতটা চড়েছে আজ সোনার দর। তাই যারা এখন বিনিয়োগ করতে চাইছেন, তাদের কিছুটা অপেক্ষা করে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তবে যারা গয়না হিসেবে সোনা কিনতে চাইছেন, তাদের মোটেও এই চড়া দাম দিয়ে সোনা কেনা উচিৎ হবে না। কিন্তু অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতির বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। কারণ হয়তো ভবিষ্যতে সোনার দর আরো ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment