বিকাশ ভবনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর নির্মমভাবে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ তবে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন পুলিশকে এই ক্ষেত্রে আরও একটু সংযম দেখানো উচিত ছিল ৷
শনিবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরের কল্যাণপুর পঞ্চানন তলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে শুভেচ্ছা ও সম্মান জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে । সেই কর্মসূচি থেকেই এই মন্তব্য করেছেন বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বিকাশ ভবনের ঘটনায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের সমালোচনা করেন ৷ বিধানসভার অধ্যক্ষ বলেন, ‘‘আমি বলতে গেলে এটা নিয়ে অনেকরকম সমালোচনা হতে পারে ৷ কিন্তু আমি টিভিতে দেখেছি, যেভাবে তালা ভেঙে ঢুকলেন তাঁরা, শিক্ষকদের পক্ষে এটা করা সমীচিন হয়নি ৷ বিকাশ ভবনের তালা ভেঙে ভিতরে ঢুকে যাওয়া এটা আমি সমর্থন করতে পারি না ৷’’
এর পরই তিনি ওইদিন পুলিশের ভূমিকার সমালোচনা করেন ৷ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওইদিন পুলিশের আরও একটু সংবেদনশীল হওয়া উচিত ছিল ৷’’ যদিও এই ঘটনা নিয়ে আগেই সাংবাদিক বৈঠক করেছে রাজ্য পুলিশ ৷ তারা জানিয়েছে যে পুলিশ অনেকক্ষণ ধৈর্য্য ধরে ৷ আন্দোলনকারীদের সরে যেতে বলে ৷ বিকাশ ভবনে আটকে থাকা কর্মীদের বের হওয়ার রাস্তা দিতেও বলা হয় ৷ কিন্তু আন্দোলনকারীরা কোনও কথা না শোনায় পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য হয় ৷
এদিকে এদিন বিমান বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের কথা ভেবে ভাতা ঘোষণা করেছেন ৷ কিন্তু বিক্ষোভকারীদেরও বুঝতে হবে রাজ্যের অবস্থা ।
ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ । এই প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীও শিক্ষকদের পাশে রয়েছেন ৷ ইতিমধ্যেই এই দুর্নীতির সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদেরকে গ্রেফতার করা হচ্ছে ।
এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন শিক্ষকদের নিয়ে আগামিদিনে বিধানসভা অচল করে দেবেন । তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, এই বিষয়টি আগামিদিনেই দেখা যাবে ৷