দেশের শীর্ষ আদালতে জামিনের আবেদনের নিষ্পত্তি হয়নি ৷ আর তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ আগামী 19 মে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে তাঁর জামিনের মামলার শুনানি হতে পারে ৷ 2022 সালের জুলাই মাসের শেষে নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি ৷ পরে সিবিআই-এর হাতেও গ্রেফতার হন তিনি ৷
সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পার্থ ৷ গত সপ্তাহে সেই জামিনের আবেদনের শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চে ৷ শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশে দেয়, আগামী দু’সপ্তাহের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ-সহ অন্যান্য ধৃত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য অনুমোদন দিতে হবে ৷
আগামী 17 জুলাই সুপ্রিম কোর্টে জামিন মামলার পরবর্তী শুনানি রয়েছে ৷ তার আগে হাইকোর্টে নতুন করে জামিনের আবেদন জানালেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ গত সপ্তাহে শীর্ষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের তরফের আইনজীবী জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি দিয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু শিক্ষা দফতরের একাধিক আধিকারিক যাঁরা পরে গ্রেফতার হয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে বিচারপর্ব শুরু করার অনুমতি রাজ্য এখনও দেয়নি ৷ এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে ৷ রাজ্যের টালবাহানার জন্যই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি হচ্ছে না ৷
কিন্তু সিবিআইয়ের তরফে আইনজীবী এসভি রাজু পালটা যুক্তি দিয়েছিলেন, “গলা পর্যন্ত দুর্নীতির পাঁকে ডুবে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তাই তাঁকে জামিন দেওয়া উচিত নয় ৷” এদিকে গত বছরের 25 নভেম্বর এই দুর্নীতিতে অভিযুক্ত পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেই 2022 সালে গ্রেফতার হন, ডঃ সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ডক্টর শান্তি প্রসাদ সিনহার মতো শিক্ষা দফতের তৎকালীন কর্তারা ৷ পার্থ চট্টোপাধ্যায় ইডির মামলায় শীর্ষ আদালত থেকে আগেই জামিন পেয়েছেন ৷ কিন্তু সিবিআইয়ের একাধিক মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন ৷