আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

চাকরিহারা শিক্ষকদের পাশে কচি-কাঁচারা ! মাস্টারমশাই-দিদিমণির জন্য পথে পড়ুয়ার দল 

Published on: May 18, 2025
---Advertisement---

চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াল স্কুল পড়ুয়ারা ৷ খোলা আকাশের নীচে শিক্ষকদের থেকে নীতি শিক্ষার পাঠ নিল তারা ৷ শনিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত শিক্ষকদের সমর্থনে মিছিল করে পড়ুয়ারা ৷ তারপরে বিকাশ ভবনের সামনের বিক্ষোভ মঞ্চ থেকে নীতি শিক্ষার পাঠ গ্রহণ করেন ৷

এদিন থেকে আনুষ্ঠানিকভাবে বিকাশ ভবনের সামনের অবস্থান-বিক্ষোভ মঞ্চে শুরু হয়েছে ‘উদয়ন পণ্ডিতের পাঠশালা’ ৷ শিক্ষিকা ডলি হালদার, শিক্ষক সামসুর হক রাস্তার পাঠশালায় পড়ালেন ৷ ‘দশের লাঠি একের বোঝা’ এবং ‘মিথ্যাবাদী রাখাল ও বাঘের গল্প’ নামে দু’টি গল্প শোনালেন পড়ুয়াদের ৷ এই গল্পের মধ্যে দিয়েই ছাত্রছাত্রীদের নীতিশিক্ষা দেওয়া হয়েছে ৷

বিক্ষোভরত শিক্ষক-শিক্ষিকাদের দাবি, “চাকরি হারানোর খবর সংবাদমাধ্যমে দেখেছে পড়ুয়ারা ৷ তাদের বাবা-মায়ের কাছে পড়ুয়ারা প্রিয় মাস্টারমশাই, দিদিমণিরা কেন স্কুলে আসছেন না, সেই কারণ জানতে চাইছে ৷ অভিভাবকরা তার যথাযথ উত্তরও দিয়েছেন ৷ পাশাপাশি সন্তানদের প্রিয় শিক্ষক-শিক্ষিকার লড়াইয়ে অংশ নিতে তাদের নিয়েই বিকাশ ভবনের সামনে হাজির হয়েছেন ৷ কারণ এই লড়াই শুধু শিক্ষক-শিক্ষিকার নয়, পড়ুয়াদের এবং অভিভাবকদেরও ৷ সমগ্র জাতির লড়াই ৷”

‘দশের লাঠি একের বোঝা’ এবং ‘মিথ্যাবাদী রাখাল ও বাঘের গল্প’ দু’টির বিষয়ে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের বক্তব্য, “এই লড়াই একার নয় ৷ সকলেই সকলের পাশে আছে ৷ একজনের বোঝা নয়, দশ জন একসঙ্গে লড়াই করলে সফলতা পাওয়া যায় ৷ একইভাবে যে কোনও পরিস্থিতিতে যে মিথ্যা কথা বলা উচিত নয়, তার জন্যই মিথ্যাবাদী রাখাল ও বাঘের গল্প বলা হয়েছে ৷” কেউ যেন কখনও মিথ্যার আশ্রয় না নেয়, পড়ুয়াদের সেই শপথ বাক্য পাঠ করাল বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষাকারা ৷ তাদের একটি করে কলম উপহার দেওয়া হয় ৷

অন্যদিকে, এদিনই কংগ্রেসের শ্রমিক সংগঠন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের সমর্থনে বিকাশ ভবনের সামনে পৌঁছয় ৷ কংগ্রেস সেবাদলের তরফে ‘গীতাঞ্জলি’ হাতে কবিগুরু রবীন্দ্রনাথের বেশে এক বহুরূপী শিল্পী সেখানে হাজির হন ৷ ছদ্মবেশী রবীন্দ্রনাথ সকলের মঙ্গল কামনা করেছেন ৷ তাঁরা কর্তব্যরত পুলিশকর্মী, আধিকারিকদের গোলাপ ফুল উপহার দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু, পুলিশকর্মীরা তা নিতে অস্বীকার করেন ৷ এই নিয়ে কংগ্রেসের তরফে পাল্টা কটাক্ষ করে বলা হয়, “ঘাসফুল কিংবা পদ্মফুল দিচ্ছেন না ৷ গোলাপ ফুল দিচ্ছেন ৷”

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment