আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

দুর্নীতি-অপশাসন ঢাকতে ধর্মীয় বিভাজনের বীজবপন ! তৃণমূল-বিজেপিকে নিশানা সেলিমের

Published on: May 18, 2025
---Advertisement---

 রাজ্যে দুর্নীতি ও অপশাসনের সাম্রাজ্যকে বাঁচাতে শিক্ষা ব্যবস্থাকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ আর এই কাজে তৃণমূলের সরকারকে মদত দেওয়ার অভিযোগ করলেন কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, বিজেপি ও তৃণমূলের এই চক্রান্তে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চালানো হচ্ছে ৷

রবিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সিপিআইএমের কৃষক সংগঠনের একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম ৷ সেখানেই তিনি রাজ্য ও কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরব হন ৷ রাজ্যের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাকে ধুলিসাৎ করে দেওয়ার অভিযোগ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷

মহম্মদ সেলিম বলেন, “আমাদের ঠাকুমা-ঠাকুর’দারা যাঁরা স্কুলে যেতে পারেননি, তাঁদের পরবর্তী প্রজন্ম সরকারি স্কুল পড়াশোনা করে শিক্ষিত হয়েছে ৷ কিন্তু, আজকে কেন্দ্র হোক বা রাজ্য সর্বত্র সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে ৷ সবকিছুর বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে ৷ কেন্দ্রে মোদি বলছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আম্বানি-আদানি তৈরি করবে ৷ আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব একে-একে বন্ধ করে দিচ্ছেন ৷”

রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন সেলিম ৷ তিনি বলেন, “34 বছরের বাম শাসনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হাজার-হাজার প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে ৷ গরিব কৃষক, শ্রমিক ও আমার-আপনার মতো সাধারণ মানুষের সন্তানরা কোথায় পড়াশোনা করবে ? যাঁদের অর্থ নেই তাঁদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে ৷”

এর পিছনে তৃণমূলের দুর্নীতির সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখার চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেন সেলিম ৷ তিনি বলেন, “শিক্ষক নিয়োগ, বালি পাচার, কয়লা পাচার-সহ রাজ্যে হেন কোনও দুর্নীতি নেই যেটা এই সরকার করেনি ৷ আজকে যাঁদের স্কুলে গিয়ে পড়ানোর কথা, সেই শিক্ষকরা রাস্তায় বসে রক্ত ঝরাচ্ছেন নিজেদের ন্যায্য দাবিতে ৷ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে ৷ যাতে এই দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে না-পারে ৷”

আর এসবে বিজেপি পিছন থেকে তৃণমূলকে সাহায্য় করছে বলে অভিযোগ করেন সেলিম ৷ তাঁর মতে, “সাম্প্রদায়িক বিভাজনের বীজ মানুষের মস্তিষ্কে বপন করা হচ্ছে ৷ যাতে মূল সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায় ৷ এতে সাহায্য় করছে বিজেপি ৷ সম্প্রদায়িক ভেদাভেদ তৈরি করে ৷ আরজি কর আন্দোলনের সময় সরকারের ভিত কেঁপে গিয়েছিল ৷ ঠিক তখন বাংলাদেশ ইস্যুকে বড় করে তোলে বিজেপি ৷ সেখানেও সাম্প্রদায়িক বিভাজন ৷ এতে লাভ হল কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল ইস্যুতে সরকার ফের ফাঁপড়ে পড়েছিল ৷ ঠিক সেইসময় মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হানাহানি ৷ এখানেও লাভবান হলেন মমতা ৷ আর এতে সাহায্য় করছে শুভেন্দু অধিকারী ও তাঁর বিজেপি ৷”

বাংলাকে এই ‘সাম্প্রদায়িক বিভাজনে’র অসুখ থেকে বাঁচাতে লালঝান্ডাকে শক্তিশালী করার বার্তা দিলেন সেলিম ৷ তিনি বলেন, “যে সাম্প্রদায়িকতার রোগ বাংলার মানুষের মস্তিষ্কে তৃণমূল ও বিজেপি ঢুকিয়েছে, তাকে স্বমূলে নষ্ট করতে হলে লালঝান্ডাকে মজবুত করতে হবে ৷”

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment