আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

পর্তুগালের জার্সিতে অভিষেক রোনাল্ডো পুত্রের, জাপানকে ৪-১ হারাল পর্তুগাল

Published on: May 18, 2025
---Advertisement---

শুরুটা ভাল হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুত্রের। পর্তুগালের জার্সিতে অভিষেকে জয় পেল রোনাল্ডো জুনিয়র। ‘ভ্লাটকো মার্কোভিচ’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় জাপানকে ৪-১ গোলে হারাল পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল। ভাল খেললেও অবশ্য গোল করতে পারেনি রোনাল্ডো জুনিয়র। পিতার মতোই ৭ নম্বর জার্সি পরে খেলে সে।

পুত্রের অভিষেকে খুশি রোনাল্ডো। তিনি ইনস্টাগ্রামে লেখেন, “পর্তুগালের হয়ে অভিষেকের জন্য তোমাকে শুভেচ্ছা। তোমাকে নিয়ে গর্বিত।”

ম্যাচের শুরু থেকে পর্তুগাল ও জাপান দু’দলই আক্রমণ করছিল। দু’দলের রক্ষণই চাপে ছিল। তবে খেলা যত গড়াল তত তার দখল নিল পর্তুগাল। ম্যাচের ২০ মিনিটের মাথায় প্রথম গোল করে পর্তুগাল। লৌরেন্সো ফের্নান্দেসের ক্রস থেকে গোল করে রাফায়েল কাব্রাল। দু’মিনিট পরে আবার গোল করে রাফায়েল। এ বার একক দক্ষতায় গোল করে সে।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় জাপান। কিন্তু পর্তুগালের গোলরক্ষককে পরাস্ত করতে পারছিল না তারা। তার মাঝেই বক্সে জাপানের ডিফেন্ডার ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল। স্পট থেকে নিজের ও দলের তিন নম্বর গোল করে রাফায়েল। ৭২ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে নেমে কয়েক সেকেন্ড পরেই গোল করে হেনরিক আমেন। ৪-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। সংযুক্তি সময়ে এক গোল শোধ করে জাপান। তাতে খেলার ভাগ্য বদলায়নি।

ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসেরে খেলেন রোনাল্ডো। সেই ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলে খেলে রোনাল্ডোর পুত্র রোনাল্ডো জুনিয়র। সেখানে বেশ কয়েকটি ম্যাচে ভাল খেলেছে সে। ফরোয়ার্ডের ভূমিকায় খেলে রোনাল্ডো-পুত্র। তার গোলের চোখ মন্দ নয়। সেটাই নজর কেড়েছে পর্তুগালের জাতীয় দলের কোচের। তাই ডাকা হয়েছে তাকে। পর্তুগাল ছাড়া আরও চারটি দেশের খেলার যোগ্যতা রয়েছে রোনাল্ডো-পুত্রের। আমেরিকা, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দের হয়েও খেলতে পারে সে। তবে শুরুতে বাবার দেশকেই বেছে নিয়েছে জুনিয়র।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment