এবার রাজ্য সরকারের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার জেরে বিপুলভাবে উপকৃত হবেন পেনশন প্রাপক থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষেরা। সকলকে ৩৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে এই নিয়ম লাগু হবে। জুন মাস থেকে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বয়স্করা প্রতি মাসে পাবেন ৩৫০০ টাকা
আসলে ওড়িশায়, সরকার বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য বড় ঘোষণা করেছে। সকলে পাবেন ৩৫০০ টাকা। সরকার ২০২৫ সালের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের কাছে চিঠির মাধ্যমে তথ্যও পাঠানো হয়েছে যাতে এটি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। জুন মাস থেকে মিলতে শুরু করবে টাকা। সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধী ক্ষমতায়ন বিভাগের পরিচালক এবং আইএএস নিয়তি পট্টনায়েক সমস্ত জেলা সামাজিক নিরাপত্তা কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন এবং দ্রুত সমস্ত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
কারা পাবেন সুবিধা?
নিয়তি পট্টনায়েক বলেছেন যে ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং ৮০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী যোগ্য সুবিধাভোগীদের তালিকা শীঘ্রই তৈরি করে বিভাগে পাঠানো উচিত। এই চিঠির একটি কপি রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছেও তথ্যের জন্য পাঠানো হয়েছে যাতে তারা জেলা পর্যায়ে যথাযথ সমন্বয় করে এই আদেশ বাস্তবায়নে সহযোগিতা করতে পারেন।যোগ্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করে অনুমোদনের জন্য বিভাগে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে সরকারের এই পদক্ষেপকে সামাজিক সংগঠন, সমাজকর্মী এবং জনপ্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন। নিয়তি পট্টনায়েক বলেন, এই উদ্যোগ রাজ্যে সামাজিক নিরাপত্তা আরও জোরদার করবে এবং অভাবীদের ত্রাণ প্রদান করবে।একজন কর্মকর্তা এখানে জানিয়েছেন, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং মধু বাবু পেনশন প্রকল্পের (MBPS) সকল সুবিধাভোগী এখন মাসিক পেনশন পাবেন ৩,৫০০ টাকা, যা আগের ১,৫০০ টাকা থেকে বৃদ্ধি পেয়েছে।