আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

দৃষ্টিহীন সেজে প্যারালিম্পিক্স জুডোয় সোনা! কেড়ে নেওয়া হল পদক।

Published on: May 18, 2025
---Advertisement---

টোকিয়ো প্যারালিম্পিক্সে জুডোয় সোনা জিতেছিলেন আজ়ারবাইজানের শাহানা হাজিয়েভা। দৃষ্টিহীন হিসাবে মহিলাদের জুডোর ৪৮ কেজি বিভাগে যোগ দিয়েছিলেন প্যারালিম্পিক্সে। প্রতারণার অভিযোগে তাঁর সেই সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে। আজীবন নির্বাসনের শাস্তি হয়েছে তাঁর।

প্যারালিম্পিক্সের সোনা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন হাজিয়েভা। তাঁর সব পদকই দৃষ্টিহীন ক্রীড়াবিদ হিসাবে। গত মাসে এক পরীক্ষায় দেখা গিয়েছে তাঁর চোখে কোনও সমস্যা নেই। আর পাঁচ জনের মতো স্বাভাবিক দৃষ্টিশক্তি রয়েছে তাঁর। বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপের জন্য চোখের পরীক্ষা দিতে হয় হাজিয়েভাকে। হাঙ্গেরির বুদাপেস্টে অত্যাধুনিক পরীক্ষায় ধরা পড়ে যায় তাঁর প্রতারণা। চিকিৎসকেরা জানিয়ে দেন, হাজিয়েভার চোখে কখনওই সমস্যা ছিল না। পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ২৪ বছরের হাজিয়েভার বিশ্ব প্যারা জুডো চ্যাম্পিয়নশিপ খেলার আশা।

এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ব জুডো সংস্থা হাজিয়েভার জেতা সব পদক কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে। পাশাপাশি জীবনে আর কোনও প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলেও জানানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি জানিয়েছে, টোকিয়োয় হাজিয়েভার ইভেন্টে রুপোজয়ী ফ্রান্সের স্যান্ড্রিন মার্টনেটকে সোনার পদক দেওয়া হবে। রুপো পাবেন ব্রোঞ্জজয়ী রাশিয়ার ভিক্টোরিয়া পোটাপোভা। আর এক ব্রোঞ্জজয়ী ইউক্রেনের ইউলিয়া হালিনস্কা অবশ্য রুপো পাবেন না। পয়েন্টের নিরিখে তাঁর কাছে ব্রোঞ্জ পদকই থাকবে।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment