আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কোহলির অবসরের সিদ্ধান্তে হতাশ বাঙ্গার, তবু প্রশংসা করছেন ভারতের প্রাক্তন কোচ

Published on: May 18, 2025
---Advertisement---

অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে ব্যাটিংয়ে ভুল শোধরাতে মুম্বইয়ে সঞ্জয় বাঙ্গারের অ্যাকাডেমিতে গিয়েছিলেন বিরাট কোহলি। বাঙ্গারের পরামর্শের সুফল পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন কোহলি। আইপিএলেও ভাল ফর্মে রয়েছেন। তার মধ্যেই টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় জানানোয় বিস্মিত বাঙ্গার।

এক সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে বাঙ্গার বলেছেন, ‘‘ব্যক্তিগত ভাবে কোহলির অবসর ঘোষণার দিনটা আমার কাছে খুব হতাশার। নিজের সময়ে কোহলি অন্যতম সেরা ক্রিকেটার। ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আরও কয়েক বছর অনায়াসে টেস্ট খেলতে পারবে। কোহলি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিল। মানসিক প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। এক বার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেললে পিছিয়ে যাওয়া কঠিন। আমাদের উচিত ওর সিদ্ধান্তকে সম্মান করা।’’

বাঙ্গারের মতে, সঠিক সময় অবসর নিয়েছেন কোহলি। বিশেষজ্ঞেরা বা ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন তোলার সুযোগ দেননি। এটাই বড় খেলোয়াড়দের পরিচয়। তিনি বলেছেন, ‘‘আমাদের দেশে অবসর সব সময় প্রশংসিত হয় না। কোহলি কিন্তু সঠিক সময় বেছে নিয়েছে। এখন মানুষ জিজ্ঞেস করছে, কেন এখনই অবসর নিল ও। এই ধরনের সিদ্ধান্ত বড় খেলোয়াড়েরাই নিতে পারে।’’

টেস্ট থেকে অবসর নেওয়ার পর শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচ খেলার কথা ছিল কোহলি। বৃষ্টির জন্য এক বলও খেলা সম্ভব হয়নি শনিবার। ফলে মাঠে নামা হয়নি কোহলিরও। ক্রিকেটপ্রেমীরা আবার তাঁর খেলা দেখতে পারেন আগামী ২৩ মে। সে দিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment