নিজের দিকে কৃতিত্ব টানার পর ভারত-পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের দিকেও খানিকটা প্রশংসা ছিটিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করেছেন।’
‘পরমাণু যুদ্ধ আটকে দিয়েছি’, আত্মবিশ্বাসের সঙ্গে বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে একটি সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন তিনি। ট্রাম্পের কথায়, ‘শনিবার আমার প্রশাসনের সহায়তায় সংঘর্ষ বিরতি টানা হয়েছে। আমি মনে করি, আমাদের এই মধ্যস্থতা স্থায়ী ভাবে দু’টি পরমাণু দেশকে যুদ্ধ থেকে বিরত করতে পেরেছে।’
তাঁর আরও দাবি, ‘আমরা একটা পরমাণু যুদ্ধ আটকে দিয়েছি। যদি এটা হত, তাহলে এর পরিণাম ভয়ঙ্কর হতে পারত। লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেত। তাই এই যুদ্ধকে আটকে দিয়ে আমি খুব গর্বিত বোধ করছি।’
নিজের দিকে কৃতিত্ব টানার পর ভারত-পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের দিকেও খানিকটা প্রশংসা ছিটিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের রাষ্ট্রপ্রধানরা পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করেছেন।’
উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে এর আগেও নিজের দিকে কৃতিত্ব টানার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত শনিবার দুই দেশের মধ্যে চলা আঘাত-প্রত্যাঘাতে পারদপতন ঘটিয়ে তিনি হঠাৎ করেই এক্সে টুইট করে দেন যে সংঘর্ষ বিরতি করতে চলেছে ভারত-পাকিস্তান। যাতে মধ্যস্থতা করেছে আমেরিকা।
কিন্তু সত্যিই কি ট্রাম্পের মধ্যস্থতাকে সোজা চোখে দেখেছে ভারত? সূত্রের খবর, ওই দিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে কথা হয়েছিল মোদীর। সেই ফোনালাপে মোদী ভাইস প্রেসিডেন্টকে বলেন, ‘পাকিস্তান আমাদের হাতে জঙ্গিদের তুলে দিক, তবে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে পারি। পাশাপাশি ফিরিয়ে দিতে হবে PoK। আর এই ইস্যুতে কোনও মধ্যস্থতাকারীরও প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না।’