আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরল জনতা, নিজস্বীর আবদারে অস্বস্তি ঢাকলেন কী ভাবে?

Published on: May 18, 2025
---Advertisement---

এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। মঞ্চ থেকে নামতেই ছেঁকে ধরলেন ভক্তরা। নিজস্বী তোলার আবদার সামলাতে সামলাতে তমান্না যে প্রবল অস্বস্তিতে ভুগছেন, তা ধরা পড়ে গেল ক্যামেরাতেই। আর তার পরই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা, অভিনেত্রীরা কি খুবই সহজ শিকার!

শনিবার ওই পুরস্কার বিতরণী মঞ্চে একের পর এক গানে নাচেন তমান্না। নিজের ‘আজ কি রাত’ তো বটেই, অভিনেত্রী পরিবেশন করেন, ক্যাটরিনা কইফের ‘শিলা কি জওয়ানি’, ‘কালা চশমা’ও। কিন্তু তিনি মঞ্চ থেকে নামতেই বিপত্তি। আয়োজকদের তরফেই অনুরাগীরা তমান্নার সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছ়ড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, তমান্নাকে দেখেই এগিয়ে আসছেন কিছু মানুষ। অভিনেত্রীও হাসিমুখে ছবি তোলাচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। অনেকেই যেন অভিনেত্রীর ঘাড়ের উপর উঠে ছবি তুলতে শুরু করেন।

পরিস্থিতি যেমনই হোক, হাসিমুখেই সামাল দিয়েছেন তমান্না। কোনও ভাবেই মেজাজ হারাতে দেখা যায়নি তাঁকে। নিজেই নিজেকে রক্ষা করে এগিয়ে যান। এ সময় কোনও দেহরক্ষীকে দেখা যায়নি তাঁর আশপাশেয় আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, কোথায় গেলেন অভিনেত্রীর দেহরক্ষীরা? আয়োজক সংস্থাই বা তাঁকে এ ভাবে অসুরক্ষিত ছেড়ে দিলেন কী করে?

সোনালি ঘাগড়া-চোলি পরিহিত তমান্না যতই হাসিমুখে ক্যামেরায় ধরা দিতে চেষ্টা করুন, তাঁর চোখে মুখে ফুটে উঠেছে অস্বস্তি। নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, “আরে দেখে বুঝতে পারছেন না ওঁর অস্বস্তি হচ্ছে, এ কেমন অসভ্যতা?”

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment