তিনি কখনও পাখি, কখনও ইমন, কখনও আবার তিস্তা। ছোট পর্দা থেকে বড় পর্দায় তাঁর উত্তরণ এখনও দর্শকের মনে টাটকা। ইন্ডাস্ট্রিতে দেড় দশক কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। এত বছর পরেও তাঁকে দেখলে ‘পাখি’র কথাই মনে আসে দর্শকের। সেই রেশ যেন কাটেনি। মাঝে অনেক ওয়েব সিরিজ়, সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। কিন্তু বক্স অফিসে এখনও নায়িকার তেমন দাপট দেখা যায়নি সে ভাবে। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেও যে তাঁর তেমন ‘দাপুটে উপস্থিতি’ দেখা যায় তেমনটা একেবারেই নয়। ফিল্মি পার্টি থেকেও তিনি দূরে থাকেন। তা হলে কোথায় হারিয়ে গেলেন মধুমিতা? এক মাস আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’। সেই ছবিতেও যে নায়িকার অভিনয় খুব প্রভাব ফেলেছে, তেমনটা নয়। টলিপাড়ার তথাকথিত নামজাদা পরিচালকদের পছন্দের তালিকায় কি এত বছরেও নিজের জায়গা করে নিতে পারলেন না নায়িকা? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন করা হলে নায়িকার সটান উত্তর, সেটা তাঁর পক্ষে বলা সম্ভব নয়।
মধুমিতা বললেন, “এত দিন যে সব পরিচালক আমায় কাস্ট করেছেন তাঁরা প্রত্যেকেই কাজের প্রশংসা করেছেন। সুতরাং কোন পরিচালকের আমায় পছন্দ হল বা হল না সেটা আমার হাতে নেই।” ২০১৮ সালে ‘কুসুম দোলা’ ধারাবাহিক শেষ হওয়ার পর মধুমিতা সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেই মুহূর্তে আর ধারাবাহিকে অভিনয় করবেন না। এর পরে, একের পর এক বড় পর্দা আর সিরিজ়ের কাজেই মন দিয়েছিলেন তিনি। কিন্তু সব ছবি যে বক্স অফিসে সাড়া ফেলেছিল তা নয়। সেই জন্যই কি দর্শকের মন থেকে হারিয়ে গিয়েছেন নায়িকা! মধুমিতা বললেন, “দর্শকের মনে যখন প্রশ্ন উঠেছে তা হলে সত্যিই হয়তো ঘটেছে তেমন কিছু। কিন্তু আমার মনে হয় না যে হারিয়ে গিয়েছি।” নায়িকার সাফ জবাব, তিনি সারা ক্ষণ নিজেকে জাহির করতে পারবেন না। অভিনেত্রী বললেন, “নিজেকে প্রতিনিয়ত জাহির করা আমার পক্ষে সম্ভব নয়। দর্শক তো সমাজমাধ্যমের পাতায় যাকে যতটা দেখতে পান সেই নিরিখে বিচার করেন, কে বাজারে আছেন আর কে হারিয়ে গিয়েছেন।” মধুমিতা, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে খুব ব্যস্ত তিনি।
অভিনেত্রী বললেন, “প্রতি দিন কী করছি না করছি তা সব সময় পোস্ট করা সম্ভব নয়। আমার হবু স্বামীও কয়েক দিন আগে বলছিলেন যে আমি কেন সে ভাবে কিছু পোস্ট করছি না এখন।” কিন্তু বিয়ের জন্য নিজেকে এখন কিছুটা সময় দিতে চান মধুমিতা। ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন নায়িকা, সেই মন্তব্যে তাই সহমত নন মধুমিতা। তাঁর দাবি, “ভাল কাজ এলে আমি সব সময় তৈরি। ভাল কাজ করাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাতে কে কী ভাবল সেটার দায় আমি নিতে পারব না।” আগামী দিনে ছোট পর্দায় কাজ করতেও মধুমিতার কোনও অসুবিধা নেই। নিজের কেরিয়ারে কখন কী সিদ্ধান্ত নেবেন তিনি, সবটাই নির্ভর করছে পরিস্থিতি এবং ভাল সুযোগের উপর।