দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আরব সাগরের নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটির সর্বশেষ অবস্থান কোঙ্কন উপকূল এলাকায়। আজ দুপুরের পর এই সিস্টেম উত্তরমুখী হয়ে আরো শক্তি সঞ্চয় করতে করতে ধীর গতিতে এগোবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী ২৭ শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এরপর সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করবে।
মৌসুমী বায়ু
মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামীকাল ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কো মেরিন এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
আরব সাগরের নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটির সর্বশেষ অবস্থান কোঙ্কন উপকূল এলাকায়। আজ দুপুরের পর এই সিস্টেম উত্তরমুখী হয়ে আরো শক্তি সঞ্চয় করতে করতে ধীর গতিতে এগোবে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে আগামী ২৭ শে মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এরপর সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করবে।
মৌসুমী বায়ু
মৌসুমী রেখা অর্থাৎ বর্ষা আগামীকাল ভারতের মূল ভূখণ্ড কেরালায় ঢুকে যাবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর এবং মালদ্বীপ ও কো মেরিন এলাকার বেশিরভাগ অংশের ঢুকে পড়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে এটি ক্রমশ উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে। মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
পরিসংখ্যান
কাল রাতের তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৬৬ থেকে ৯৫ শতাংশ। কলকাতায় গতকাল প্রায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দেশ
গোয়া কোঙ্কন মহারাষ্ট্র কর্নাটকে প্রবল বৃষ্টির আশঙ্কা। পশ্চিমঘাট পর্বতমালার সমুদ্রের দিকের অংশে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টি কেরলে।
তাপপ্রবাহ এবং ধুলি ঝড়ের পূর্বাভাস রাজস্থানে। হরিয়ানা চন্ডিগড় দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ পাঞ্জাব এবং মধ্যপ্রদেশে চরম গরম।