আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

ভারত-পাক উত্তেজনার আবহে আরও আঁটসাঁট জয়শঙ্করের নিরাপত্তা, পেলেন বিশেষ গাড়ি

Published on: May 18, 2025
---Advertisement---

ভারত-পাক উত্তেজনার আবহে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের নিরাপত্তা যথেষ্ট নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলে একাংশ ৷ তাই তাঁর কনভয়ে আরও দু’টি বুলেট প্রুফ গাড়ি যোগ করল কেন্দ্রীয় সরকার ৷ দুই পড়শি দেশের চাপানউতোরের আবহে কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষায় যাতে কোনও ফাঁকফোঁকর থেকে না যায় তাই এই ব্যবস্থা ৷

বুধবার সরকারি সূত্র জানিয়েছে, জয়শঙ্কর এখন কেন্দ্রীয় বাহিনীর ‘জেড’ ক্যাটাগরির সুরক্ষা পেয়ে থাকেন ৷ এবার দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রেও জয়শঙ্করকে ঘিরে থাকবে কড়া নিরাপত্তা বলয় ৷ গত অক্টোবরেই বিদেশ মন্ত্রীর নিরাপত্তা ‘ওয়াই’ থেকে ‘জেড’ করা হয়েছিল ৷ সম্প্রতি ভারত ও পাকিস্তান সংঘাতের পর এস জয়শঙ্করের কনভয়ে অতিরিক্ত দু’টি বুলেট প্রুফ গাড়ি দেওয়ার কথা জানাল কেন্দ্রের মোদি সরকার ৷

দিল্লি পুলিশের কাছ থেকে তাঁর নিরাপত্তা দায়িত্বভার ইতিমধ্যেই নিয়েছে সিআরপিএফ ৷ বর্তমানে 69 বছরের জয়শঙ্করকে সারাক্ষণ ঘিরে থাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা ৷ এই সুরক্ষা বলয়ের আওতায় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রহরায় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ এছাড়া তিনি দেশের মধ্যে কোথাও গেলে তাঁর সঙ্গে থাকে একাধিক অস্ত্রধারী কমান্ডো ৷ সেই সুরক্ষাই আরও বাড়ল ৷

এই মুহূর্তে দেশে 210 জন বিশেষ ব্যক্তিকে ভিআইপি নিরাপত্তা দেওয়া হচ্ছে ৷ তাঁদের মধ্যে অন্যতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও তাঁর বোন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment