আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বাণিজ্য থেকে ব্রহ্মস! যেভাবে ভারতের পাশে ‘বামপন্থী’ রাশিয়া

Published on: May 18, 2025
---Advertisement---

 ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের সমর্থনে আমেরিকা ও ব্রিটেন ভারতকে ঘিরে ফেলতে তাদের নামজাদা সব রণতরী পাঠায়। ভারত বার্তা পাঠায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে। সঙ্গে সঙ্গে অ্যাডমিরাল ভ্লাদিমির ক্রুগলিয়াকভের নেতৃত্বে বঙ্গোপসাগরে হাজির হয় পরমাণু শক্তিধর রুশ যুদ্ধজাহাজ ও সাবমেরিন।

কলকাতা: রাশিয়ার সঙ্গে ভারতের সখ্যতা আজকের নয়, ১৯৪৭- এ স্বাধীনতার সময় থেকেই। আজ ব্রহ্মস-এর মতো বিধ্বংসী মিসাইল বা এস-৪০০ সুদর্শনের মতো ডিফেন্স সিস্টেমই নয়, বহু সু ও দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে ভারত ও রাশিয়া। সাধে কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর মস্কো সফরে গিয়ে রাশিয়াকে ভারতের সবসময়ের সঙ্গী, ভরসাযোগ্য ‘দোস্ত’ বলে অভিহিত করেন? মোদী ও পুতিনের বন্ধুত্বও বেশ গভীর। বারবার একাধিক ঘটনাতে তার প্রমাণও মিলেছে। দুই দেশ ও রাষ্ট্রপ্রধানের মধ্যে সেই বন্ধুত্বই আজ একবার ঘুরে দেখা যাক। ১. এস-৪০০ ডিফেন্স সিস্টেমকে যখন আমেরিকা নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিচ্ছিল, প্রায় একঘরে করে ফেলছিল রাশিয়াকে, তখনই যোগ্য বন্ধুর মতো মস্কোর পাশে দাঁড়ায় দিল্লি।.

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment