আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

হ্যাটট্রিক-সহ চার গোল! প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে নজির সরলথের, লা লিগায় জয় অ্যাতলেটিকোর

Published on: May 18, 2025
---Advertisement---

লা লিগায় বড় জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসাইদাদকে ৪-০ গোলে হারাল তারা। অ্যাতলেটিকোর পক্ষে হ্যাটট্রিক-সহ চারটি গোলই করেছেন আলেকজ়ান্ডার সরলথ। গড়েছেন লা লিগায় নতুন নজিরও। এই জয়ের ফলে পয়েন্ট টেবলে তৃতীয় স্থান ধরে রাখল অ্যাতলেটিকো।

অ্যাতলেটিকোর আগ্রাসী ফুটবলের বিরুদ্ধে শনিবার দাঁড়াতেই পারলেন না সোসাইদাদের ফুটবলারেরা। নরওয়ের স্ট্রাইকার সরলথ বার বার ভাঙলেন প্রতিপক্ষের রক্ষণ। খেলা শুরুর ১১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে ফেলেন সরলথ। তার পর আর কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সোসাইদাদের ফুটবলারেরা। লড়াই থেকে এক রকম হারিয়ে যান তাঁরা। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাতলেটিকো। চতুর্থ গোলটিও করেন সরলথ।

লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ছিল ১৫ মিনিটে। ১৯২৯ সালে কার্লস বেস্টিট এবং ১৯৪১ সালে মুন্ডো ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন যথাক্রমে ইউরোপা এবং ভ্যালেন্সিয়ার হয়ে। সেই নজির ভেঙে দিলেন সরলথ। চলতি মরসুমে অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমেওনে মূলত পরিবর্ত হিসাবে ব্যবহার করছিলেন সরলথকে। শনিবারের ম্যাচে প্রথম একাদশে রেখেছিলেন। সুযোগ পেয়েই নজির গড়ে নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন সরলথ। ম্যাচের ৭, ১০, ১১ এবং ৩০ মিনিটে গোল করেন ২৯ বছরের স্ট্রাইকার।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment