সেদিনের প্রত্যাঘাতে কাদের হারিয়েছেন মাসুদ? বুধবার মাঝরাতে বাহওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে তাঁর মা-সহ পরিবারের দশ জনকে হারিয়েছেন মাসুদ।
তলে তলেই মাসুদ আজহারকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে পাকিস্তান সরকার? শেহবাজ শরিফের ঘোষণা শোনার পর এমনই সন্দেহ প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। সম্প্রতি, ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানে মৃত জওয়ানদের পরিবারের জন্য ১ কোটি টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে পড়শি দেশের সরকার।
শরিফ জানিয়েছেন, নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও যারা গুরুত্বর আহত হয়েছেন তাদের ১০ থেকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ওয়াকিবহাল মহল বলছে, পাক সরকারের কাছে সেনা ও জঙ্গি এক। এই প্রত্যাঘাতে তো মৃত্যু হয়েছে মাসুদ আজহারের পরিবারের ১০ জন। অর্থাৎ সেই হিসাবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য তিনিও।
সেদিনের প্রত্যাঘাতে কাদের হারিয়েছেন মাসুদ? বুধবার মাঝরাতে বাহওয়ালপুরে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে তাঁর মা-সহ পরিবারের দশ জনকে হারিয়েছেন মাসুদ। প্রাণ গিয়েছে, তাঁর স্ত্রী, ভাইপো, ভাইঝি, পাঁচ সন্তান, বড় দিদি ও তার স্বামীর। এছাড়াও হামলায় নিহত হয়েছে মাসুদ ঘনিষ্ঠ চার জঙ্গি নেতাও।
সেই ঘটনার পরেই একটি বিবৃতি জারি করেন জইশ প্রধান। তাতে তিনি জানান, ‘এই শোক আমি বহন করতে পারছি না। কিন্তু আমার কোনও অনুশোচনা, কোনও ভয় নেই। আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে, এই ১৪ জনের মধ্যে আমিও থাকতে পারতাম। কিন্তু আল্লাহ আমায় বাঁচিয়ে নিয়েছে। তবে ভাল হত যদি এদের সঙ্গে আমিও মরে যেতাম। আমি কেন মরলাম না!’