আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জানা গিয়েছিল, লন্ডন শহর থেকে ফিরেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু, মাঝে দীর্ঘ কর্মসূচিতে ব্যস্ত থাকার জন্য উত্তরবঙ্গ সফর পিছিয়ে যায় । তবে, গতকাল (বুধবার) নবান্ন থেকেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ৷
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 19 মে থেকে শুরু হচ্ছে এই সফর । সফরসূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মসূচি।
উত্তরবঙ্গে মমতার সফরনামা :-
- 19 মে অর্থাৎ আগামী সোমবার কলকাতায় ‘সিনার্জি’ শীর্ষক একটি শিল্প সম্মেলনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে শিল্পমহলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন ৷
- এরপর 20 মে ওদলাবাড়িতে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ।
- মূল আকর্ষণ 21 মে উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক ও পর্যালোচনা বৈঠক। সেখানে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রতিনিধিদের সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেবেন। এই সফর ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা দেখা দিয়েছে। বিশেষত, জিটিএ-র প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।
- 22 মে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের শিল্পোন্নয়ন প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, রাজ্যের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে 10টি প্লট দেশের প্রথম সারির সংস্থাগুলিকে দেওয়া হবে শিল্প গড়ার জন্য। এর ফলে রাজ্যে প্রায় 25 হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং 70 হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্টিল শিল্পই এই বিনিয়োগের মূল কেন্দ্র। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জেলায় 43টি নতুন মাইক্রো ইন্ডাস্ট্রি গড়ার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর এবং শিল্প ঘোষণা রাজ্যের উন্নয়ন ও কর্মসংস্থানের দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।