আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কৌশানির জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তা বনির, কী লিখলেন ‘রানী’র জন্য?

Published on: May 18, 2025
---Advertisement---

বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়, বহুদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছেন তাঁরা। সিনেমা জগতে অথবা রাজনৈতিক মহল, সর্বত্রই একসঙ্গে বিচরণ করেছেন এই জুটি। সেই প্রিয় মানুষটির বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন বনি। কী লিখলেন তিনি?

কৌশানির জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন বনি, যেখানে দেখা যাচ্ছে বনি এবং কৌশানি একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। কৌশানি পরে রয়েছেন একটি লাল রঙের গাউন এবং বনির পরনে রয়েছে নীল রঙের শার্ট, ধূসর রঙের প্যান্ট।

প্রিয় মানুষটিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করে বনি লিখেছেন, ‘আমার রানীর জন্য। তোমার জন্মদিন তোমার হাসির মতোই উজ্জ্বল হোক। তোমার সঙ্গে প্রত্যেকটি দিনই বিশেষ উপহার। তুমি আমার সবকিছু। আরেকটি বছর বাড়ল, কিন্তু তুমি আমার কাছে চিরন্তন। শুভ জন্মদিন সুন্দরী।’

বনির এই পোষ্টের কমেন্ট বক্সে বহু মানুষ কৌশানিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। একজন আবার বনি এবং কৌশানির জুটিকে তেজস্বী এবং করণের জুটির সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার এও বলেছেন, বনি এবং কৌশানিকে খুব তাড়াতাড়ি স্বামী-স্ত্রী রূপে দেখতে চান তারা।

প্রসঙ্গত, এই বছর জন্মদিনের পরেই বাইরে বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী। তবে কোথায় যাচ্ছেন বা সঙ্গে কারা কারা যাচ্ছেন সেটা খোলসা করেননি তিনি। তবে জন্মদিনের সকাল থেকেই যে চলবে বিরাট খাওয়া-দাওয়ার আয়োজন, সে কথা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন কৌশানি।

উল্লেখ্য, গত বছর এবং এই বছর মিলিয়ে দুটি ব্লকবাস্টার সিনেমা ভক্তদের উপহার দিয়েছেন কৌশানি। ‘বহুরূপী’ এবং ‘কিলবিল সোসাইটি’-তে অভিনেত্রীর অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা। আগামী দিনে তিনি যেন এই ভাবেই এগিয়ে যান, এই কামনাই করতে দেখা গেছে ভক্তদের।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment