রেখা বলিউডের অন্যতম প্রবাদপ্রতিম অভিনেত্রী। একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। তবে জানেন কি তাঁর কেরিয়ারের একদম গোড়ার দিকে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছিল তাঁর সঙ্গে। দো শিকারী ছবির সেটে তাঁর অনুমতি ছাড়াই তাঁর সহ-অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় চুমু খান।
কী ঘটেছিল?
রেখার কেরিয়ারের একদম শুরুর দিকে তিনি একটি ছবিতে সই করেন, নাম ছিল আনজানা সফর। পরে সেই ছবির নাম বদলে রাখা হয় দো শিকারী। সেই ছবির একটি ঘটনা ইয়াসির উসমানের লেখা বই রেখা: দ্য আনটোল্ড স্টোরিতে উঠে এসেছে। সেই বইতে জানানো হয়েছে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, ছবির পরিচালক কুলজিৎ পাল এবং সিনেমাটোগ্রাফার রাজা নওয়াথে একটি প্ল্যান করেছিলেন যেখানে তাঁরা ঠিক করেন যে যখনই ক্যামেরা রোল করতে শুরু করবে তখন বিশ্বজিৎ রেখার ঠোঁটে চুমু খাবেন তাঁর অনুমতি ছাড়াই। এরপর ক্যামেরা রোল করতে শুরু করতে যেমনটা প্ল্যান করা ছিল তেমনটাই করেন বিশ্বজিৎ। গোটা বিষয়টা আচম্বিতে ঘটায় অবাক হয়ে যান রেখা। যারপরনাই রেগে যান অভিনেত্রী। প্রতারিত মনে করতে থাকেন নিজেকে। বিশ্বজিৎ পরর্বতীতে জানান রেখা রেগে আগুন হয়ে গিয়েছিল যখন এটা ঘটেছিল, তবে তিনি এটাও জানান যে এখানে তাঁর কোনও ভুল ছিল না। তাঁর কথায়, ‘ওটা আমার মজার জন্য করা হয়নি। সিনেমার জন্য জরুরি ছিল। রেখা নিজেকে প্রতারিত মনে করেছিল, দারুণ ক্ষেপে গিয়েছিল।’
যদিও পরিচালক কুলজিৎ পাল জানিয়েছিলেন রেখা এই চুম্বন দৃশ্যে ব্যাপারে নাকি জানতেন। প্রসঙ্গত ১৯৬৯ সালে দো শিকারী ছবিটির শ্যুটিং হয়। কিন্তু ছবিটি মুক্তি পেতে ১০ বছর লেগে যায়। ১৯৭৯ সালে বড় পর্দায় আসে এই ছবি। ১৯৭০ সালে সাওয়ান ছবির হাত ধরে বলিউডে ডেবিউ হয় রেখার। এরপর তিনি ধর্মাত্মা, ঘর, মুকাদ্দর কা সিকান্দর, মিস্টার নটবরলাল ইত্যাদি ছবিতে কাজ করেছেন।