আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সংঘাতের সুযোগে বড় ‘দাঁও’ মারল বাংলাদেশ, ভারতের আগেই পেয়ে গেল পরিষেবা

Published on: May 24, 2025
---Advertisement---

ভারতে আসার কথা স্টারলিঙ্কের। ইলন মাস্কের এই স্য়াটেলাইট ইন্টারনেট পরিষেবা নিয়ে কথাবার্তাও এগিয়েছে অনেকটাই। তবে পাকিস্তানের সঙ্গে সংঘাত আবহে সব নজর ছিল দেশের নিরাপত্তাতেই। আর সেই সুযোগেই বাংলাদেশ ভারতের আগেই পেয়ে গেল স্টারলিঙ্কের পরিষেবা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে বাংলাদেশে স্টারলিঙ্কের পরিষেবা চালু হল।

স্টারলিঙ্ক সংস্থার তরফে জানানো হয়েছে, বাংলাদেশে তাদের হাই স্পিড, লো-লাটেন্সি ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। গোটা দেশেই এই স্টারলিঙ্কের পরিষেবা পাওয়া যাবে।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে প্রথম স্টারলিঙ্কের পরিষেবা চালু হয়েছিল। এবার বাংলাদেশেও স্টারলিঙ্ক পরিষেবা চালু হল।

কত খরচ পড়বে?

জানা গিয়েছে, স্টারলিঙ্কের এই পরিষেবা পেতে খরচ পড়বে অনেকটাই। প্রথমবার সেট আপের জন্য ৪৭ হাজার বাংলাদেশি টাকা (ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার টাকা) লাগবে। প্রতি মাসে ৪২০০ বাংলাদেশি টাকা (ভারতীয় মুদ্রায় ২৯৯০ টাকা) সাবস্ক্রিপশন বাবদ খরচ পড়বে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস জানিয়েছেন, স্টারলিঙ্কের এই পরিষেবা স্থিতিশীল ইন্টারনেট পরিষেবা দেবে, রাজনৈতিক উত্তেজনার সময়ও ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হবে না।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে স্টারলিঙ্ক-কে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্পেসএক্সের সঙ্গে কাজ করে ৯০ দিনের মধ্যে পরিষেবা চালু করার কথা বলেছিলেন।

বর্তমানে বিশ্বের ৭০টি দেশে স্টারলিঙ্কের পরিষেবা রয়েছে। ভারতেও স্টারলিঙ্কের পরিষেবা চালু হওয়ার কথা। রিলায়েন্স জিয়ো ও এয়ারটেলের সঙ্গে অংশীদারিত্বে এই পরিষেবা চালু হতে পারে।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment