আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কনসার্টের মাঝেই অরিজিতের হাত ধরে সজোরে টান ভক্তের! থামালেন গান, তারপর…?

Published on: May 18, 2025
---Advertisement---

সম্প্রতি ঔরঙ্গাবাদে অরিজিৎ সিংয়ের শো ছিল। সেই শোয়ের একটি ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে গায়কের একটি ফ্যান পেজের তরফে। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে কনসার্ট চলাকালীন গায়কের হাত ধরে টান মারেন এক মহিলা। তারপরই ক্ষোভে ফুঁসে ওঠেন তিনি।

কী ঘটেছে?

অরিজিৎ সিংয়ের ফ্যান ক্লাবের তরফে এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখান থেকে জানা গিয়েছে এটি গত ৭ মের ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং গান থামিয়ে তাঁর সেই মহিলা ভক্তের সঙ্গে কথা বলছেন। হাত ধরে এভাবে টানাটানি করার পর গায়ক তাঁকে বলেন, ‘আপনি লন্ডন থেকে আসতেই পারেন, এই ছেলেমেয়েগুলো ঔরঙ্গাবাদ থেকে এসেছে। আমি ঠিক আছি। কিন্তু আপনি উপরে স্টেজে আসুন। আপনি আমার হাত ধরে টেনেছেন। স্টেজে আসুন। আমার হাত ব্যথা করছে। আমি যে কেউ নই যে অকারণ আপনাকে দোষ দেব। কথা না বলে আমি যেটা বলছি শুনুন। যেভাবে হোক আমায় এটা বন্ধ করতে হবে।’

অরিজিৎ বলার পরও সেই মহিলা ভক্ত অস্বীকার করতে থাকেন যে তিনি গায়কের হাত ধরে টানেননি। তাঁর এই আচরণে আরও বিরক্ত হয়ে গায়ক বলেন, ‘শুনুন, শুনুন, আমি কি বলতে পারি? আমি স্বস্তি বোধ করছি না। আপনি মজা করবেন ঠিক আছে। কিন্তু যদি আমি পারফর্ম করতে না-ই পারি আপনি মজাও করতে পারবেন না। ব্যাপারটা এটাই। আপনি আমায় যেভাবে টানছিলেন, এখনও আমার হাত কাঁপছে। আপনি তো একজন পূর্ণবয়স্ক মহিলা? পূর্ণবয়স্ক মহিলা তো? তাহলে তুমি আমায় ওভাবে টানতে পারেন না। আমার হাত এখনও কাঁপছে। আমি হাত নাড়তে পারছি না। আমি এখানে এসেছি যখন আমি সবার কাছে যাব। আমি এখানে সবাইকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি। আমি এখানে প্রত্যেকের কাছে যাব। আমি এখানে কেন এসেছি? আমি এখানে গিটার বাজাব, আমার হাত দিয়ে। কী করে? আপনি দয়া করে মঞ্চে আসুন। আপনাকে মঞ্চে আসতেই হবে।’ তাও সেই মহিলা না না করতে থাকেন। তবে এবার ক্ষমা চান তিনি। কিন্তু তাতে থামতে চাননি অরিজিৎ। তিনি বলে ওঠেন, :তুমি আমাকে যেভাবে টেনেছ বিষয়টা ওখানেই শেষ। আমি হাত নাড়তে পারছি না। উপরে এসো আমি অপেক্ষা করছি।’ কিন্তু সেই মহিলা কেবল সরি বলে ওখানেই দাঁড়িয়ে থাকেন।

এরপর গায়ককে গিটার নিয়ে ফের পারফর্ম করতে দেখা যায়। তিনি কভি জো বদল বরষে গানটি গেয়ে ফের মঞ্চ মাতাতে শুরু করেন।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment