আবহাওয়াআইপিএল-2025টাকা পয়সাপশ্চিমবঙ্গভারতব্যবসাচাকরিরাশিফলস্বাস্থ্যপ্রযুক্তিলাইফস্টাইলশেয়ার বাজারমিউচুয়াল ফান্ডআধ্যাত্মিকঅন্যান্য
---Advertisement---

ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, সংঘর্ষ বিরতি নিয়ে বড় সিদ্ধান্ত

Published on: May 18, 2025
---Advertisement---

দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন (DGMO) ফের বৈঠকে বসবেন শীঘ্রই। আলোচনা হবে সংঘর্ষ বিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। 

নয়া দিল্লি: বাড়ল সংঘর্ষ বিরতির মেয়াদ। আগামী ১৮ মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি থাকবে। এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন (DGMO) ফের বৈঠকে বসবেন শীঘ্রই। আলোচনা হবে সংঘর্ষ বিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে, সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিয়েই গত ৭-৮ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ করেছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এরপর থেকেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছিল পাকিস্তান। সীমান্তে গোলাগুলির পাশাপাশি ড্রোন-মিসাইল দিয়েও হামলা করে।

দিনকয়েক টানা উত্তেজনা চলার পরই শেষে পাকিস্তান নতিস্বীকার করে। আমেরিকার মধ্যস্থতার পর ভারতকে ফোন করে পাকিস্তান, সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। ১০ মে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল।

গতকালই ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় সেনা ধীরে ধীরে কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে কথা হয়েছে। এবার সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানোরও ঘোষণা করা হল। তবে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত অবস্থান অনড় রেখেছে। সন্ত্রাসবাদী হামলা না থামলে, সিন্ধুর জল ছাড়া হবে না, এ কথা সাফ জানিয়েছে ভারত।

Dibyendu Hudati

আমি দিব্যেন্দু হুদাতি, পেশাগত ভাবে গত পাঁচ বছর ধরে সংবাদ ভিত্তিক কনটেন্ট রচনায় নিবেদিত । সহজ, নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক লেখা পাঠকদের কাছ পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment