বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারইমধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? শুক্রবার রাজ্যের কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে? তা দেখে নিন।
আপাতত এমন কোনও ‘সিস্টেম’ নেই, যা পশ্চিমবঙ্গের উপরে প্রভাব ফেলবে এবং বৃষ্টি নিয়ে আসবে। সেই পরিস্থিতিতে আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। যা বৃষ্টি হবে, সেটা একেবারেই বিক্ষিপ্তভাবে হবে। আসলে আগামী ছ’দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের হাতেগোনা দু’তিনটি জেলায় বৃষ্টি হতে পারে। তাও রোজ হবে না। মাঝে এক-দু’দিন বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে।
তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছে এবং উত্তর আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আগামী বুধবারের মধ্যে সেটা তৈরি হতে পারে। ওই নিম্নচাপ তৈরির সম্ভাবনা হল ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ। সেটা তৈরি হলে পশ্চিমবঙ্গে কেমন কী প্রভাব পড়বে, সে বিষয়ে আপাতত আলিপুর আবহাওয়া দফতরের তরফে কিছু জানানো হয়নি।
তারইমধ্যে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একেবারেই বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
শুক্রবার, শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের আবহাওয়াও পুরোপুরি শুষ্ক থাকবে। ওই তিনদিন বৃষ্টি হবে না উত্তরবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা)। উত্তরবঙ্গে যেটুকু যা বৃষ্টি হবে, সেটা সোমবার থেকে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে শুক্রবার? সপ্তাহের শেষ কর্মদিবসে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টি হবে না। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে।
রবিবার আবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ওই তিনদিন কোনও জেলায় বৃষ্টি হবে না।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার আবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।